শিকড় ঐতিহ্যের সন্ধানে আয়োজিত সেরা মা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে

শিকড় ঐতিহ্যের সন্ধানে আয়োজিত সেরা মা সম্মাননা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারীর হল রুমে এ সম্মাননা অনুষ্ঠিত হয়।

“শিকড় ঐতিহ্যের সন্ধানে” সংগঠনের প্রতিষ্ঠাতা কাজীমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লন্ডন প্রবাসী আকতার আমীন ও লেখক-গবেষক মধুসূদন মিহির চক্রবর্তী উদ্যোগে “শিকড় ঐতিহ্যের সন্ধানে” সেরা মা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজীমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জামাল খন্দকার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজীমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন আহমেদ, আবদুল মজিদ মৈশান, কুমিল্লা হাইস্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল মালেক, মোহাম্মদ আবু তাহের কন্ট্রাক্টর, রুপালী ব্যাংক এর ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান সওদাগর, কুমিল্লা সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়নামতি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সেরা মা সম্মাননা প্রদান অনুষ্ঠানে সচিবসহ রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, সাংবাদিক, কথাসাহিত্যিক, উদ্যোক্তা এবং বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত ব্যক্তিদের গর্ভধারিনী মাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় প্রায় ৭০ জন রত্নগর্ভা মাকে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে এছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন