‘আমার ভাই মরলো কেনো তারেক রহমান জবাব দে’ স্লোগানে উত্তাল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের সালাম হল থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল, “আমার ভাই মরলো কেনো, তারেক রহমান জবাব দে”; “মিটফোর্ডে খুন কেনো, তারেক রহমান জবাব দে”।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জানে আলম বলেন, “আমরা জুলাইয়ে রক্ত দিয়ে দেশ থেকে স্বৈরাচার পতন করেছি। প্রয়োজনে আবার রক্ত দিবো। কোনো চাঁদাবাজদের হাতে আমাদের দেশ তুলে দিবো না।”

ওশনোগ্রাফি বিভাগের শিক্ষার্থী ময়ূরি নূ্র বলেন, “আমরা রক্ত দেয়া ছাড়াই রাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।”

এপ্লাইড কেমিস্ট্রি এন্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল আমিন রাব্বি বলেন, “আমরা এমন স্বাধীনতা চাইনি যেখানে বারবার রক্ত দিতে হবে। দেশকে সুন্দর করে সাজাতে হবে।”

উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত সন্দেহে যুবদল নেতা মঈনসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন