থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ায় যুবদল-ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে

নাটোরের লালপুর থানা থেকে ছাত্রদল নেতা রুবেলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিনের আদালতে মামলার এজাহারভুক্ত ২৩ আসামি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৬ জনের জামিন মঞ্জুর করেন এবং বাকি ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল বিকেলে বাগাতিপাড়ার একটি মামলায় ছাত্রদল নেতা রুবেলকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসে পুলিশ। তাকে বাগাতিপাড়া থানায় নিয়ে আসার প্রস্তুতিকালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় এসে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। পুলিশ অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল শুরু হয়। পরে দলীয় নেতাকর্মীরা জোরপূর্বক রুবেলকে থানার ভেতর থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন থানা পুলিশ বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।