বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে ‘উইদাউট আওয়ামী লীগ’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি গঠিত হবে ‘উইদাউট আওয়ামী লীগ’। আমরা সেটা নির্মাণ শুরু করেছি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার বিজয়স্তম্ভে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত পরশু গোপালগঞ্জে আমাদের ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ আর তওবার সুযোগ রাখেনি। কিয়ামতের পরে যেমন তওবা গ্রহণ হয় না, এ দলটির জন্যও আর কোনো ক্ষমা নেই।
তিনি বলেন, যারা দুই দিন ধরে খুনিদের পক্ষে কথা বলছেন, তারা আসলে আওয়ামী লীগের ডেড লিস্টে নেই, তারা বরং ব্যবসা আর ব্যাকডোর ডিপ্লোম্যাসিতে জড়িত ছিল।
আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যুর পরোয়ানা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা যারা তাদের মঞ্চে ছিলেন—কারও জামাই, কারও শালা, তারা আজ চুপ। কিন্তু আমরা চুপ থাকতে পারি না।
তিনি বলেন, আপনার বুদ্ধিজীবিতা কোম্পানির কাছে বর্গা দেওেয়া হয়েছে, কিন্তু আমাদের জীবনের দায় আমরা জনগণের কাছে দিয়েছি। আপনারা যারা হাসিনার আমলে টিভি ও কলম বিক্রি করে দিয়েছিলেন, তারা বুদ্ধিপাপী। আপনাদের দিয়ে কখনোই বাংলাদেশ গড়া যাবে না।
এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগের পতন কোনো নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি, এটি ছিল গণঅভ্যুত্থানের ফল। সেই অভ্যুত্থানই বাংলাদেশকে নতুন পথে হাঁটতে শিখিয়েছে। বাংলাদেশ পুনর্গঠন শুরু হয়েছে। এখন প্রয়োজন এটিকে সম্পূর্ণ রূপ দেওয়া। উইথআউট আওয়ামী লীগ—এটাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ।
এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।