প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে ৫০ হাজার ইয়াবা, যুবদল নেতাসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন কক্সবাজার পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেনসহ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল কুতুপালং এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি তেলচালিত প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির অতিরিক্তভাবে বসানো গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারে ব্যবহৃত ওয়াইন রঙের প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

আটক তিনজন হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার পশ্চিম চৌধুরীপাড়া এলাকার নুরুল আবছারের ছেলে নুরুল ইসলাম (২৬) ও তার ভাই মো. কবির (২৩)। আটক নুরুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

ওসি আরিফ আরও বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ হয়েছে। তাদের সঙ্গে জড়িত কোনো মাদকচক্র বা পৃষ্ঠপোষক থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা পাচারে ব্যবহৃত নতুন কৌশলগুলোর মধ্যে গ্যাস সিলিন্ডার ব্যবহারের প্রবণতা বেড়েছে। আগেও এ ধরনের বেশ কয়েকটি চালান ধরা পড়েছে। তবে রাজনৈতিক পরিচয়ধারীদের সরাসরি সম্পৃক্ততা নতুন করে প্রশ্ন তুলেছে মাদকচক্রের বিস্তৃতি নিয়ে।

আরো পড়ুন