‘গাজীপুর স্টাইলে’ ৫ সাংবাদিককে হত্যার পরিকল্পনা, ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

গাজীপুরের ঘটনার মতো ফেনীর আরও পাঁচ সাংবাদিকের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। জেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘একতাই শক্তি’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে গোয়েন্দা তৎপরতায়।

শনিবার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ অনুযায়ী, পরিকল্পনার টার্গেট হওয়া পাঁচ সাংবাদিক হলেন—মোহাম্মদ শাহাদাত হোসেন (ফেনীর সময়), আরিফুর রহমান (স্টাফ রিপোর্টার, যমুনা টিভি), আরিফ আজম (প্রধান প্রতিবেদক, ফেনীর সময়), সোলায়মান হাজারী ডালিম (প্রতিনিধি, এখন টিভি) ও জাহিদুল আলম রাজন (রিপোর্টার, এনটিভি অনলাইন)।

জিডিতে বলা হয়েছে, ‘একতাই শক্তি’ গ্রুপে কয়েকজন নেতা গাজীপুরের ঘটনার মতো সাংবাদিকদের ওপর “আচমকা হামলা” বা রাতের আঁধারে তাদের বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছে। আলোচনায় নাম এসেছে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ উদ্দিন মানিক, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহাম্মদ অপু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নূর করিম জাবেদসহ ২০–২৫ জনের।

গ্রুপের অ্যাডমিন হিসেবে রয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহসভাপতি সাহেদ আকবর অভি, আশিক হায়দার রাজন হাজারী, রনি চন্দ্র দাস, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার ও কলেজ ছাত্রলীগের সাইফ উদ্দিন মানিক।

এ ঘটনায় ফেনীর প্রবীণ সাংবাদিক এ কে এম আবদুর রহীম বলেন, “এই পরিকল্পনা ফাঁসের পর সাংবাদিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
সুজন ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমানও ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ফেনী মডেল থানার ওসি বলেন, “ঘটনাটি আগেই গোয়েন্দা তৎপরতায় জানা গেছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের নিরাপত্তায় আমরা তৎপর রয়েছি। সাইবার সেলের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন