ছাত্রলীগের ক্যাডাররা গ্রামবাসীদের ভিতরে ঢুকে হামলা করেছে: চবি উপ-উপাচার্য

ছাত্রীকে হেনস্তার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার চবি উপ-উপাচার্য ও প্রক্টরসহ অনেকেই আহত হয়েছেন।
রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয়দের নিক্ষেপ করা ইটের আঘাতে আহত হন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ বেশ কয়েকজন।
এ ঘটনায় চবি উপ-উপাচার্য বলেছেন, ছাত্রলীগের একদল ক্যাডার স্থানীয় গ্রামবাসীদের ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে ওঠে।
এর আগে ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, রাতের ঘটনার প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন করছে। বেলা ১২টার দিকে দুই নম্বর গেট এলাকায় আন্দোলনের জেরে ফের সংঘর্ষ শুরু হয়। এরপর ঘটনাস্থলে উপ-উপাচার্য, প্রক্টর-সহ অনেক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ফাঁকা গুলি ছোড়েন। তবে এখনপর্যন্ত সেনাবাহিনী বা পুলিশের সহযোগিতা পায়নি শিক্ষার্থীরা।