কুমিল্লায় আলোচিত তুহিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লা বুড়িচং উপজেলার আলোচিত তুহিন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২ নভেম্বর) ভোরে সদর উপজেলার শিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম শফিউল আলম মানিক (৪২)। তিনি বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হাজী আবুল খায়েরের ছেলে ও তুহিন হত্যা মামলার প্রধান আসামি বাবুর ছোট ভাই।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ। তিনি জানান, তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শফিউল আলম মানিককে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়। পরে বিচারক আবিদা সুলতানা মৌলীর আদালতে তুহিনকে হত্যার ঘটনার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় মানিক।
আদালতে দেওয়া জবানবন্দিতে মানিক তুহিনকে নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন । তদন্তের স্বার্থে এ বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই এবং আসামির জবানবন্দি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে, ঘটনার মূল আসামি বাবু যেন দেশত্যাগ না করতে পারে সেজন্য স্থল ও বিমানবন্দরসহ সব জায়গায় জেলা পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়।
এর আগে পূর্ব বিরোধের জেরে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তুহিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যান আসামিরা। ২৭ অক্টোবর বেলা ১১টায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুহিন কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
