হাদি ভাই ফিরলেই তার ভ্যানগার্ড হবো: রনি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড পেজে হাদিকে নিয়ে একটি স্ট্যাটাস দেন রনি।
পোস্টে রনি বলেন, ‘আপনারা প্লিজ আশা হারায়েন না। হাদি ভাই আমাদের মাঝে শিগগিরই ফিরবেন ইনশাআল্লাহ।’
গত শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর মারাত্মক আহত হয়ে এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদি। ফলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জুলাই অভ্যুত্থানের এই অন্যতম নেতার নির্বাচনি প্রচারণা কার্যত প্রায় বন্ধ। তবে গতকাল থেকে হাদির হয়ে সেই প্রচারণা শুরু করেছেন রনি।
রনি জানিয়েছেন, হাদি ফিরলেই তার ভ্যানগার্ড হওয়ার কথা। এই অ্যাক্টিভিস্ট বলেন, আমি আশার আলো দেখছি। ভেবেছিলাম কখনো রাজনীতিতে আসবো না। কিন্তু এইবার কথা দিচ্ছি, হাদি ভাই ফিরেই যখন ইনকিলাবের ডাক দিবেন, সবার আগে জিন্দাবাদ বলে নতুন বাংলাদেশ বিনির্মাণে তার ভ্যানগার্ড হবো ইনশাআল্লাহ।
