মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করবে ইরান

সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি ও নৌঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে দেশটি।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তেহরান তাৎক্ষণিকভাবে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ও নৌঘাঁটিতে হামলা চালাবে।
পার্লামেন্টে দেওয়া বক্তব্যে কালিবাফ বলেন, ইরান কোনো হুমকি অনুভব করলে দেরি না করে পালটা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি বলেন, সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ ঘাঁটিগুলোই প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থনের প্রস্তুতি দেখানোর পর তেহরানের পক্ষ থেকে এই সতর্কবার্তা আসে। এ পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরাইল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত দুই দিনে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির কারণে দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রাখা হয়েছে।
