কুমিল্লায় বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল
![](https://dailycomillanews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ডেস্ক রিপোর্টঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের প্রতিবাদে কুমিল্লায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপির দুটি গ্রুপ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ রাণীর বাজারে বিক্ষোভ মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা সফিউল আলম রায়হান, রেজাউল কাইয়ুম, যুবদল নেতা উৎবাতুল বারী আবু প্রমুখ।
এদিকে, নওয়াব বাড়ি রোডে বিক্ষোভ মিছিল করে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিটি মেয়র মনিরুল হক সাক্কুর গ্রুপ। মিছিলে বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর,আবদুস সালাম মাসুক, মোজাহিদ চৌধুরী, যুবদল নেতা ইউসুফ মোল্লা টিপু, ছাত্রদল নেতা সাজ্জাদুল কবীর সাজ্জাদ, এনামুল হক সবুজ ও ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, ‘খালেদা জিয়াকে কারাদণ্ডের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে।’
এর আগে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইও ওয়ান মাহাবুব মোর্শেদ।