ভিক্টোরিয়া কলেজের দর্পন হচ্ছে ক্যাম্পাস বার্তা-প্রফেসর মোঃ আবু তাহের
কলেজ প্রতিনিধিঃ “একটি দেশ বা সমাজের দর্পন যেমন একটি ভালোমানের পত্রিকা, তেমনি ভিক্টোরিয়া কলেজের দর্পন হচ্ছে এই ক্যাম্পাস বার্তা। এটি প্রতিষ্ঠার পর থেকেই সৃজনশীল লিখনীতে কলেজের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে দেশ ও বিদেশে কলেজের সুনাম বৃদ্ধি করে চলেছে। পাশাপাশি তৈরী করছে সৃজনশীল লেখক এবং সাংবাদিক। যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।” গতকাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বি-মাসিক পত্রিকা ক্যাম্পাস বার্তার জানুয়ারি-ফেব্রুয়ারি সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহরে এসব কথা বলেন।
এ সময় ক্যাম্পাস বার্তার বিদায়ী সম্পাদক আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে গতকাল বুধবার দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে বিশেষ অতিথির বক্তব্যে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা বলেন, “ক্যাম্পাস বার্তা হচ্ছে কলেজের আয়না। এর একেকটি নতুন সংখ্যাতে চোখ বুলালেই আমরা ভিক্টোরিয়া কলেজের সামগ্রীক চিত্র দেখতে পাই। আমি আশাকরি কলেজের সুনাম বৃদ্ধিতে ক্যাম্পাস বার্তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো: হাবীব আহসান উল্লাহ, শিক্ষক পরিষদ সম্পাদক ড. আসাদুজ্জামান, বিদায়ী সম্পাদক ড.রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক নিলুফার সুলতানা, বদরুন নাহার ও কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী সায়েম। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন, কোষাধ্যক্ষ ওয়ায়েছ আল কারণী মুন্সী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: আবদুল আজিজ, সহকারি অধ্যাপক আবু সালেহ মো: তারিক মাহমুদ, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বোরহান উদ্দিন, শাহজালাল, সংস্কৃত বিভাগের সহকারি অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নিগার ইসলাম, কলেজের প্রধান সহকারি আবু সালেহ মো: শামছুজ্জামান, হিসাব রক্ষক মোহাম্মদ আবদুল হান্নান, হিসাব সহকারি মো: জহিরুল হক খাঁন।
ক্যাম্পাস বার্তার বার্তা সম্পাদক বিল্লাল হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্যাম্পাস বার্তার নব নির্বাচিত সম্পাদক আর.কে.নীরব, স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক তৈয়বুর রহমান সোহেল, শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাম্পাস বার্তার সহ-বার্তা সম্পাদক মাহদী হাসান ও প্রাক্তন সহ-সাংস্কৃতিক সম্পাদক তাকলিমা হৃদী। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক আবু রায়হান, বিজ্ঞাপন ব্যবস্থাপক মহিউদ্দিন আকাশ, সহ-সাহিত্য সম্পাদক মারিয়া মনি, সম্পাদনা সহযোগি শাহিন আক্তার, বরকত উল্লাহ, নেয়াতম উল্লাহ সবুজ, আবু সুফিয়ান রাসেল, মাহমুদুল হাসান সজীব, তানভীর সারোয়ার, আরিফ হোসেন, সাদিয়া আফরিন সুইটি, ফাতেমাতুজোহরা শিমু, সাফায়েত উল্লাহ, সাইদুল আমিন সিফাত, আবু রাইয়্যান, আশিক উল্ল্যাহ ও মুক্তার হোসেন ।