জাতিকে সমৃদ্ধ করে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই-তাজুল ইসলাম এমপি

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো: তাজুল ইসলাম এমপি বলেছেন, জাতিকে সমৃদ্ধ করে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া বিশ্বে কোন জাতিই উন্নতি করতে পারেনি। আর একটি জাতিকে শিক্ষিত করে তুলতে হলে শিক্ষকের পাশাপাশি মা বাবার ভূমিকা অপরিসীম। ৪৮তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত ‘‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। স্বাধীনতার এই মাসে এটা আমাদের জন্য একটি বড় অর্জন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। গতকাল রবিবার লাকসাম পৌর পাবলিক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: অহিদ উল্যাহ মজুমদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের সদস্য লায়ন হাছানুজ্জামান। ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মো: ওসমান গণি ভূঁইয়া প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লাকসাম উপজেলার চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এড. আবু তাহের, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো: আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: এনায়েত উল্যাহ এফসিএ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান রাজু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি সফিকুর রহমান তালুকদার, বর্তমান সহ সভাপতি আবদুল মন্নান মনু, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন, আবদুর রব, মো: বেলায়েত হোসেন, মো: জাকির হোসেন, পৌরসভা কাউন্সিলর আবদুল আলিম দিদার, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, মনির হোসেন মিয়াজি, মো: মনির হোসেন, চেয়ারম্যান ওমর ফারুক, আলী আহম্মদ, আবদুল আউয়াল আবুল, লাকসাম পৌরসভা হিসাব রক্ষণ কর্মকর্তা মো: আক্তার হোসেন, লাকসাম বিএন স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক ডা: রাজিব কুমার সাহা, বঙ্গবন্ধু পরিষদের সদস্য নূর ইসলাম, আবদুল করিম খান, হাজী মোবারক হোসেন, লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান, সাধারণ সম্পাদ মো: সাইফুল ইসলামসহ আরো অনেকে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরো পড়ুন