মনোহরগঞ্জে শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আকবর হোসেনঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক জাকির উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মহিলালীগ নেত্রী এড. তানজিনা আক্তার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দুলাল হোসেনের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তফা মজুমদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাফজল হোসেন, জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য কাউছার আলম, ঝলম দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, বাইশগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বাইশগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোক্তার হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।