কুমিল্লায় রান্নাঘরে ৫২ গোখরা
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার নাঙ্গলকোটে রান্না ঘরের মেঝের নিচ থেকে ৫২টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির মৌসুম শুরু হতে না হতেই এসব বিষধর সাপের দেখা মিলল।
বৃহস্পতিবার উপজেলার মক্রবপুর ইউপির হাঁপানিয়া গ্রামের নুরুজ্জামান খানের রান্না ঘর থেকে ওই সাপগুলোকে উদ্ধার করা হয়।
গত বছরও বৃষ্টির মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছিল। মূলত বৃষ্টির সময় আবাস সংকটে পড়ে গোখরা সাপ। বসতভিটা যেহেতু কিছুটা উঁচু থাকে, তাই এ সময়টা সেখানে থাকাই নিরাপদ মনে করে বাসা বাঁধে গোখরার দল।
রান্না ঘর থেকে সাপ উদ্ধারের ব্যাপারে নুরুজ্জামান খান বলেন, রান্না করার সময় মেঝের ইটের নিচে ২টি সাপ বিচরণ করতে দেখা যায়। পরে তিনি স্থানীয় এক সাপুড়েকে ডেকে আনেন। ওই সাপুড়ে এসে ঘরের মেঝের ইট সরিয়ে একের পর এক সাপ বের করতে থাকেন। এভাবে ৫২টি সাপ বের করা হয়। এর মধ্যে বড় দুটি সাপ সাপুড়ে নিয়ে যায়। বাকি ৫০টি সাপকে মেরে ফেলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে মৃত সাপগুলোকে দেখতে আশেপাশের অনেক লোক জড়ো হন।