কুমিল্লা শহরে ৬ জন, সদরে ৩ জন আক্রান্ত করোনায়

কুমিল্লা শহরে ৬ জন, সদরে ৩ জনসহ মোট ৯ জনের নমুনায় করোনা পজেটিভে এসেছে। সিটি করপোরেশনের ৬ জনের মধ্যে শহরের হাউজিং এস্টেটের ২ নম্বর সেকশনের ২ জন, নেউরার সৈয়দপুরের ২ জন, কুমিল্লা সদর হাসপাতালের এক ওয়ার্ডবয় এবং এক চিকিৎসকের পিতা রয়েছেন। চিকিৎসকের পিতা অবশ্য ঢাকায় থাকেন। সেখান থেকে নমুনা নিয়ে কুমিল্লায় পরীক্ষা করা হয়েছে।

কুমিল্লার সদর উপজেলার বরদৈল গ্রামের তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা একই বাড়ির। এ তিন জন ঢাকার ইবনে সিনায় চিকিৎসা নিয়ে ফেরা করোনা আক্রান্ত কিডনি সমস্যায় অসুস্থ এক মেয়ের কন্টাক্টে এসেছিলেন।

এই নয়জন সহ কুমিল্লা জেলায় মোট ১৬ জনের পজেটিভ এসেছে। এর মধ্যে নাঙ্গলকোটে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, মুরাদনগর ও লাকসামে ১ জন করে আক্রান্ত হয়েছেন।

১৬ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন সংক্রমণ প্রতিরোধে জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।

আরো পড়ুন