জব্বারের বলীখেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

দুই বলী মোহাম্মদ রাশেদ ও বাঘা শরীফ। দুজনের বাড়িই কুমিল্লা জেলায়। তারা সেমিফাইনাল টপকে ফাইনালে কুস্তি লড়েছেন একে অপরের বিরুদ্ধে। দফায় দফায় ১১ মিনিট শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর স্বেচ্ছায় হার মানলেন রাশেদ। বিজয়ী ঘোষণা করা হয় বাঘা শরীফকে।

বাঘা শরীফের বাড়ি কুমিল্লার হোমনা থানার মহিপুর গ্রামে। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাশেদ। তিনিও একই এলাকার।

চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়। বলীখেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বলীরা অংশ নেন।

এবারের বলিখেলায় ৮৬ জন কুস্তিগির অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন যথাক্রমে সৃজন চাকমা ও সীতাকুণ্ডে রাশেদ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জব্বারের বলিখেলায় প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

এর আগে বিকেল ৪টার দিকে বলিখেলা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বলিখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

বলীখেলায় চ্যাম্পিয়ন হওয়া শরীফ ট্রফির পাশাপাশি প্রাইজ মানি পেয়েছেন ৩০ হাজার টাকা। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীরা ট্রফির সঙ্গে পেয়েছেন যথাক্রমে ২০ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা।

বলীখেলায় সেমিফাইনালে পর্যায়ের আগে মোট ৪৩ রাউন্ড খেলা হয়। প্রাথমিক রাউন্ডে জয়লাভকারী প্রত্যেকে দেড় হাজার টাকা পেয়েছেন।

হাজার হাজার দরশক লালদিঘি ময়দানে ও ময়দান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন।

আরো পড়ুন