তিতাসে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোঃ জুয়েল রানাঃ আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার বিকাল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৩টি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহকারী ৫ জনের মধ্যে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম সোহেল সিকদার, সাবেক উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ হোসেন সরকার ও মোঃ হানিফ ভূইয়া।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ প্রার্থী হলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোঃ মজিবুর রহমান মুন্সী, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ফরহাদ আহমেদ ফকির।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন হলেন- উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, মোসাম্মৎ নাছিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার পারভীন, মোসাম্মৎ শাকিলা পারভীন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা ও মোসাঃ ছালেহা খাতুন।

আগামী বুধবার (৬ মার্চ) বাছাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ (বুধবার)। ভোটগ্রহণের কথা রয়েছে ৩১ মার্চ (রবিবার)।

আরো পড়ুন