ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ

আশিকুর রহমানঃ উৎপাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজ ব্যাবস্থাপনা বিষয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ ও প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের সিআইজি কৃষক প্রশিক্ষণ এর আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২ এপ্রিল মঙ্গবার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় উপজেলা ৩০ জন কৃষক ও ৩০ জন কৃষাণী। প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত উপ পরিচালক তারেক মাহমুদুল, জেলা বিএডিসি উপ পরিচালক মোঃ নিগার হায়দার খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মজিবুর রহমান প্রমুখ।

আরো পড়ুন