কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালী।

ডেস্ক রির্পোটঃ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কুমিল্লায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর টাউনহল থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়।
র‌্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনস্ মিলনায়তনে এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম। র‌্যালীতে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার পিপিএম। হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ, অজুতগুহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।

এছাড়াও র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াৎ হোসেন সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা।

র‌্যালী শেষে বেলা ১১ টায় পুলিশ লাইন অডিটরিয়ামে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার, সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং কুমিল্লা জেলার সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী চৌধুরী। মূখ্য আলোচক হিসেবে আলোচনা সভায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম ও কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর সহ অন্যানরা।

এদিকে দিবসটি উপলক্ষে পুলিশ লাইন মিলনায়তনে ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষের সার্বিক সহযোগিতায় আলোচনা সভার পূর্বে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম বার পিপিএম।

আলোচনা সভায় নারী নেত্রী পাপরী বসু, সাবেক কালচারার অফিসার বশিরুল আনোয়ার সহ জেলা সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন