কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

কুমিল্লায় এখন পর্যন্ত ১৫০ জনের করোনা সনাক্ত হয়েছে। মৃত্যু সংখ্যা গিয়ে দাড়ালো ৭ জনে। কুমিল্লা জেলায় গত একদিনে রেকর্ড সংখ্যক ২৮ জন করোনায় আক্রান্ত হলেন।

শনিবার ( ৯ মে) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের ফেসবুকে এ তথ্য দেয়া হয়।

কুমিল্লা জেলায় শনিবার দুপুর পর্যন্ত জেলার ১৭ উপজেলার মধ্যে ১৬ উপজেলায় করোনা রোগি পাওয়া গেছে ১৫০ জন। তবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।

কু‌মিল্লায় ক‌রোনা ভাইরা‌সমুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হ‌য়ে‌ছেন ২৯ জন।

উপজেলা অনুযায়ী বিস্তারিত হিসাব পেতে ভিজিট করুনঃ
=> কুমিল্লার করোনা আপডেট

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৯ জন , সদরে ২ জন , তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ১১ জন, দেবিদ্বারে ৪২ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ১ জন ,মনোহরগঞ্জে ৫ জন, মুরাদনগরে ১৯ জন, হোমনায় ২ জন, লালমাইয়ে ২ জন ও লাকসামে ১৩ জন।

আরো পড়ুন