কুমিল্লা থেকে ওয়াজ না করে ফিরে গেলেন ড. মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্টঃ ড. মিজানুর রহমান আজহারী লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারের দক্ষিণে চিকুনিয়া ঐতিহাসিক বালুর মাঠের ওয়াজ মাহফিলে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি তা করতে পারেন নি।

সোমবার বাদ যোহর এ মাহফিল আয়োজন করা হলেও নিরাপত্তা জনিত কারনে বক্তব্য রাখতে পারেন নি ড. মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে কুমিল্লার মুরাদনগর পরমতলা গ্রামের কৃতি সন্তান মিজানুর রহমান আজহারী ২০০৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ সহ বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন।

২০০৭ সালে ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মত ১ম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন।

আরো পড়ুন