কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধাকে ‘শ্বাসরোধে হত্যা’

জমির আইল নিয়ে বিরোধের জেরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবদুর রহমান (৭২) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ৮টার দিকে আবদুর রহমানের ভাই করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির দক্ষিণ পাশের জমির আইল মেরামত করতে যান। এসময় প্রতিবেশী কামাল হোসেন ও তার ভাই বাবুর সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে এগিয়ে যান আবদুর রহমান। এসময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে আবদুর রহমান মাটিতে পড়ে গেলে তার গলা চেপে ধরা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা নাজমুল হুদা জানান, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির গলায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ঘটনার পর থেকে অভিযুক্ত কামাল হোসেন ও তার স্বজনরা পলাতক। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলেও জানান পরিদর্শক নাজমুল হুদা।

আরো পড়ুন