জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় কুবি শিক্ষার্থীসহ আহত ৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো.আব্দুল্লাহ সহ তার পরিবারের ওপর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় পাঁচ জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার রাতে রামু উপজেলার ফতেকারকুঁর ইউনিয়নের পশ্চিম মেরোংলায়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছে মো.ইসহাক (পিতা),মোসা.আয়েশা বেগম (মা) ,নাহিদা বেগম (বোন), মো. শহিদুল্লা (ভাই)।

মারধরে শিকার হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ জানান, পৈতৃক সম্পত্তি ৯ বছর আগে দাদার মৃত্যুর পর আমার চাচাত ভাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি নেতা নুরুল আবছার আব্বাসহ তিন ভাইকে উত্তরাধিকারসূত্রে জায়গাজমির প্রাপ্য অংশ ভাগ-বণ্টন করে দেয়।পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও গোসলের নোংরা পানি ভিটেবাড়ির মধ্যদিয়ে পাইপলাইন দিয়ে আমাদের সুপারী বাগানে ফেলার দাবী জানায় নুরুল আবছার ও তাঁর সহযোগীরা।

ময়লা পানি সুপারি বাগানে ফেললে ঘরবাড়ির ক্ষতিসহ বাগান ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ায় আব্বা তাদের এই অন্যায় দাবী প্রত্যাখ্যান করে। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমার আব্বা ও পুরো পরিবারকে হত্যা ও জোরপূর্বক জমি দখল করে নেয়ার হুমকি ধমকি দেয় তাঁরা।

গতকাল রাত ৯টার দিকে নুরুল আবছারের বাড়িতে বর্তমান ইউপি মেম্বার রুকন উদ্দীনের প্রতিনিধিত্বে সালিশ ডাকা হয়। সেখানে বাবা সেই প্রস্তাব না মানায় তাঁরা উত্তেজিত হয়ে স্থানীয় ইউপি সদস্যের সামনে আব্বা-আম্মা, আমি, আমার বড় ভাই ও বোনের উপর ইট-লাঠি ও খুন্তি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাদের পূর্ব-পরিকল্পিত হত্যার হুমকি বাস্তবায়নের চেষ্টা চালায়।

মুজিবের সহযোগী সেলিমসহ আরো অনেক ভাড়াটে গুন্ডা নিয়ে এসে এবং নুরুল আবছার, রেজাউল করিম ও চাচা নরুল ইসলামসহ আমাদের উপর এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করে। এলাকাবাসী এগিয়ে না আসলে আমরা প্রাণে বাঁচতাম না।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা আয়েশা বেগম বলেন,আবছার ও তার ভাড়াটে গুন্ডাদের ভয়ে আমরা এখনো বাড়ি ফিরে যেতে পারিনি।তারা আমাদের মৃত্যুর হুমকি দিচ্ছে।

আইন বিভাগের বিভাগীয় প্রধান রোকসানা আক্তার বলেন, ‘আইনগতভাবে যেভাবে সহায়তা করা প্রয়োজন আমরা তা করবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী কামাল উদ্দিন বলেন,করোনার মহামারীতে বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রকে বেআইনীভাবে মারধর করা অন্যায়। আইনের মধ্য দিয়ে যতদুর করা যায় সেই ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রামু থানার ভারপ্রাপ্ত অফিসার আবুল খায়ের বলেন,আমি ঘটনাটি শুনেছি,কিন্তু এই পর্ষন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।থানায় অভিযোগ দায়ের হলে আমরা আইন অনুসারে ব্যাবস্থা নিব।

আরো পড়ুন