বুড়িচংয়ে পূজামন্ডপ পরিদর্শনে কুমিল্লা পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন (বিপিএম, পিপিএম) বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই মিলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের লোকদের ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শনিবার দূর্গাপূজার শেষ দিনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দূর্গাপুর এলাকার নারায়ন দাশের বাড়ির পূজামন্ডপ পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি মিয়ানমারে মানুষের বর্বর হত্যাকান্ডের প্রতিবাদ জানান।

পূজামন্ডপের সভাপতি বাবু নারায়ন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র গীতা পাঠ করেন পলাশ চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ আব্দুল ওয়াহাব মাস্টার, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মঞ্জুর কাদের ভূইয়া, বুড়িচং থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, এসআই শাহাদাত, মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাসুদ রানা, পূজামন্ডপের সেক্রেটারী শ্রী মাখন চন্দ্র দাশ, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু নাছের সবুজ, সানি, যুগ্ম আহবায়ক ফরিদুল আলম রাহুল, অপু দাশ, শুভ চন্দ্র দাশ, বিদ্যুৎ চন্দ্র দাশ, কিরণ চন্দ্র দাশ, পলাশ চন্দ্র দাশ, মতিলাল, তিদুশ, দিলীপ, লিটন, অখিলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিদের সামনে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন জয়া রানী দাশ ও বিথী রানী দাশ।

আরো পড়ুন