লাকসামে ঢুকতে বাঁধা দেয়ার অভিযোগ জাপা নেতা এটিএম আলমগীরের (ভিডিও)

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার লাকসামে জাতীয় পার্টির নেতা কর্মীদের উপর সরকার দলীয় কর্মীদের হামলা ও জাপার প্রার্থীকে লাকসামে যেতে বাধা দেয়ার অভিযোগ করেছেন কুমিল্লা ০৯ আসনের সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি এটিএম আলমগীর। শুক্রবার সেখানে জাপা নেতা এটিএম আলমগীরের একটি দলীয় কর্মীসূচীতে অংশগ্রহণের কথা ছিল।

শুক্রবার বিকেলে কুমিল্লায় এক রেস্ট্যুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এটিএম আলমগীর বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টায় লাকসাম জংশনে অসংখ্য নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাতে একত্রিত হলে স্থানীয় এমপির অনুসারীরা তাদের উপর হামলা করে। হামলায় জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী আহত হয়। এসময় হামলাকারীরা ৩টি সিএনজি ভাংচুর করে।

এটিএম আলমগীর বলেন, বিএনপিতে কোন্দল, আওয়ামীলীগের সংসদ সদস্যের উপর মানুষ হতাশ তাই তিনি আশাবাদী এ আসনে জাপার তথা মহাজোটের প্রার্থী হলে ভালো ফলাফল করবেন।

উল্লেখ্য এটিএম আলমগীর চলতি বছর এপ্রিলে মাসে বিএনপি থেকে জাপাতে যোগ দিয়েছেন। এর আগে তিনি বিএনপি থেকে ২বার সংসদ সদস্য নির্বাচিত হন।

আরো পড়ুন