সাকিব-তামিমদের হেড কোচ হয়ে বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে

গত বছরের ডিসেম্বর থেকেই বাংলাদেশ দলের প্রধান কোচের চেয়ার ফাঁকা পড়ে রয়েছে। কেননা রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর এখন পর্যন্ত কোনো কোচকেই দায়িত্ব দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন উঠেছিল আবারো চন্ডিকা হাথুরুসিংহই ফিরছেন সাকিব আল হাসানদের কোচ হয়ে। সেই গুঞ্জনই সত্যি হচ্ছে। আবারো টাইগারদের কোচ হয়ে বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে।

বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন চান্দিকা হাথুরাসিংহে। তিন ফরম্যাটেই হেড কোচ হচ্ছেন তিনি। আজ মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের খবরটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানা গেছে, দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হবেন হাথুরুসিংহে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই লঙ্কান কোচ। সামলাবেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের দায়িত্ব।

আজ মঙ্গলবার ৩১ জানুয়ারি জানা যায়, চন্ডিকা হাথুরুসিংহে তার ক্লাব নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এরপরই হাথুরুর বাংলাদেশে ফেরা মোটামুটি নিশ্চিত হয়ে যায়। নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে।

প্রথমে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন ক্লাবটির দায়িত্বে। ঘটনাচক্রে, প্রথম যেবার বাংলাদেশের কোচ হয়েছিলেন, সেবারও নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়েই এসেছিলেন। গত ২০১৪ সালের মে মাসে শুরু হয় বাংলাদেশের কোচ হিসেবে তাঁর প্রথম মেয়াদ।

স্থায়ী হয়েছিলেন প্রায় ৩ বছর। বিচ্ছেদটা মোটেই প্রীতিকর ছিল না। এরপর ২০২০ সালে আবারো যোগ দেন সাউথ ওয়েলসে। হাথুরুর বিদায়ে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঞ্জার অবশ্য তাকে শুভ কামনা জানিয়েছেন।

আরো পড়ুন