কুমিল্লা মা-মনি হাসপাতালে অভিযান, সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা নগরীর তেলিকোনা চৌমুহনিতে মা-মনি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের হামলার শিকার হন ৭১ টিভির ক্যামেরাপারসন সোহাগ ও স্থানীয় সাংবাদিক অমিত কুমার মজুমদার। সেই সঙ্গে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা।

সোমবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) একেএম সাইফুল আলম ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সৌমেন রায়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম জানান, নগরীর মা-মনি হাসপাতালে অভিযান পরিচালনাকালে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখা যায়।

এ সময় হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন, ওষুধ ও এক্স-রে মেশিন জব্দ করা হয়। এছাড়া অপারেশন থিয়েটারের পরিবেশ স্যাঁতস্যাঁতে ও মেয়াদোত্তীর্ণ সেলাই ও সুতা পাওয়া যায়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা এবং কোনো সনদ ছাড়াই হাসপাতালে কাজ করার অভিযোগে কর্মরত তিন কর্মচারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পাশাপাশি হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন