কুমিল্লায় ৯ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাউজিংয়ের ৪নং সেকশনে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় কয়েকজন রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়ে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় হাউজিং এস্টেটের এল ব্লকের ১৩নং বাসভবনের নিচ তলা থেকে ৯জন রোহিঙ্গাকে আটক করা হয়। পুলিশের ধারণা, পাচারের উদ্দেশ্যেই তাদেরকে এখানে এনে জড়ো করা হয়েছিল।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ছালাম মিয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সদস্যরা হাউজিং এলাকা থেকে ৯ রোহিঙ্গা নারীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।