ব্রাহ্মনপাড়ায় আইন-শৃঙ্খলা সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলায় মাসিক আইন – শৃঙ্খলা সভা গতকাল ১৪ আগষ্ট সকালে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সম্রাট খীসা, উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, শশীদল বিওপির বিজিবির নায়েক সুবেদার আবদুল রাজ্জাক, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক প্রধান শিক্ষক মোস্তফা ছারোয়ার খান , দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান ভুইয়া (রিপন) উপজেলা দুনীর্তি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মাষ্টার,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ ইদ্রিস মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রুনাক জাহান,ব্রাহ্মনপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ^ বিদ্যালয় কলেজের প্রভাষক মানস কুমার রায়,ব্রাহ্মনপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ব্রাহ্মনপাড়া উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারন সম্পাদক মোঃ আবদুল আলীম খান, প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, বি আর ডিবির চেয়ারম্যান মাসুদ আলী হায়দার,ব্রাহ্মনপাড়া বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল ভুইয়া,ব্রাহ্মনপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম,ব্রাহ্মনপাড়া উপজেলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও চান্দলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক অপু খান চৌধুরী, সাংবাদিক আশিকুর রহমান,ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আবদুল কাদের সরকার।
এসময় বক্তারা বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আপনারা মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য প্রশাসনকে সহযোগীতা করে যাবেন। এবং কোরবানীর হাট গুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। এবং বড় বড় হাটে জাল টাকা যাতে কাউকে না দিতে পারে তার জন্য জাল টাকা সনাক্ত করন মেশিন থাকবে।