পেরুল উচ্চ বিদ্যালয়ে “ক্যারিয়ার কাউন্সিলিং” কর্মশালা অনুষ্ঠিত
মাহদী হাসানঃ লালমাই উপজেলার পেরুল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল ছাত্র ছাত্রীদের “ক্যারিয়ার কাউন্সিলিং” কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ঃ৩০মি. থেকে ১টা পর্যন্ত ২ ঘন্টা ৩০ মি. ব্যাপী উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন,কেমিস্ট ইউনিলিভার বাংলাদেশ লিঃ মোঃ খসরু আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন, ইঞ্জিনিয়ার রাসেদ, হরিশ্চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত বড়ুয়া ও ডাঃ শামীম ।
উক্ত কর্মশালায় আলোচকগণ, কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা ও উচ্চ শিক্ষা অর্জনের জন্য ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরো বলেন, ছাত্র ছাত্রীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমাদের লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্য পূরণে পড়াশোনা করতে হবে। উদেশ্যহীনভাবে পড়ালেখায় সফলতা অসম্ভব।
কর্মশালার সমন্বয়ক ছিলেন, মুদাফ্ফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমীর হোসেন দিদার।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন পেরুল স্টুডেন্ট ইউনিটি এর প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন,আবু নাছের, শরীফ, সাব্বির, ফরহাদ, রায়হান প্রমুখ।
উল্লেখ্য, ” শিক্ষার মাধ্যমে সমাজকে পরিবর্তন করা” এই শ্লোগানকে সামনে রেখেই ২০১৭ সালের ৮ ডিসেম্বর মাহমুদুল হাসান দিনু’র উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ওয়েলকাম সেন্টার পেরুল।