কুমিল্লায় সন্ধান মিলেছে ফেলে যাওয়া নবজাতকের বাবা-মায়ের
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় হাসপাতালের অস্বাভাবিক বিল দেখে নবজাতক রেখে পালিয়ে যাওয়া সেই দম্পতির সন্ধান মিলেছে। পুলিশের তৎপরতায় ওই নবজাতকের মা-বাবার সন্ধান পাওয়া গেছে। আজ সকাল ১১টার দিকে তাদের ওই হাসপাতালে আসার কথা রয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও ওই নবজাতককে চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রেখেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ওই নবজাতকের মা-বাবার অবস্থান খুঁজে বের করা হয়েছে। হাসপাতালে দেয়া ঠিকানা অনুযায়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওই দম্পতির অবস্থান নিশ্চিত করা হয়। বুধবার ওই চেয়ারম্যান তাদের নিয়ে কুমিল্লায় আসবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। ওসি বলেন, নবজাতকের বাবা শাহ আলমের ছোট ভাই মানিকের সঙ্গে কথা হয়েছে। মানিক জানান, তার ভাই একজন দিনমজুর। মাত্র ৭ দিনে হাসপাতালের বিল ১ লাখ টাকা দেখে নিরুপায় হয়ে হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন। তার ধারণা ছিল- আগে দুটি সন্তানের মৃত্যু হয়েছে, হয়তো এ সন্তানটিও আর বাঁচবে না। ১৮ আগস্ট নির্ধারিত সময়ের আগেই ৭০০ গ্রাম ওজনের ছেলে নবজাতক নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের শাহ আলম ও তার স্ত্রী রোকেয়া বেগম কুমিল্লা নগরীর ঝাউতলার কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড হসপিটালে আসেন।
সূত্রঃ যুগান্তর