কুমিল্লার মেয়ে ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটে প্রথম

ডেস্ক রিপোর্টঃ এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ-ইউনিটে ১ম স্থান অধিকার করেছে কৃতি ছাত্রী ইসরাত জলিল মীম (মোট স্কোরঃ ১৬৮.২০, লিখিত প্রাপ্ত নম্বরঃ ৮৮.২০)। ইসরাত জলিল মীম কুমিল্লা হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিলের বড় মেয়ে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে দেখা গেছে, ৮৬ শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হতে পারেননি। মাত্র ১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

এবার ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে আবেদন করেন ৩৫ হাজার ৭২৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৩ হাজার ৮৯৭ জন। পাস করেছেন ৪ হাজার ৪৪৭ জন, বা ১৪ শতাংশ।

পরীক্ষা দেয়া প্রত্যেক ছাত্রছাত্রী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল, মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

এছাড়া যেকোনো অপারেটরের মোবাইল থেকে DU> KHA>Roll>type করে 16321 নম্বরে send করে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।

এর আগে গত শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৬৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন