বুড়িচং থানা পুলিশের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সভা
মো. জাকির হোসেনঃ মঙ্গলবার কুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রনে রাখা এবং সার্বিক বিষয় নিয়ে বুড়িচং থানার সম্মেলন কক্ষে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু কুমার ভট্ট্রাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এস আই রাজীব কর ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস,দেবপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মো: আবু ইউসুফ ফসিউজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান,সমাজসেবক কর্মকর্তা মো: শহীদুর রহমান খাঁন,রাজাপুর ইউপি চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নেপাল চন্দ্র রায় মাষ্টার, সাধারন সম্পাদক মধু সুধন বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন বুড়িচং বাজার কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতা সমর মিত্র,ডা. দ্বীন বন্ধু রায়,অমর কৃষ্ণ শীল,ষোলনল ইউপি প্যানেল চেয়ারাম্যান মো: সেলিম হোসেন,সদস্য মো: বাদল খা,জাপুর ইউপি সদস্য মো: শাহীন হোসেন, । এসময় পূজা উদযাপন কমিটির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ পুলিশ প্রশান ও উপজেলা বিভাগীয় কর্মকর্তা গন উপস্থিত ছিলেন ।