মুরাদনগরে বেসরকারি শিক্ষক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এ অতিরিক্ত ৪০% চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং জানুয়ারি হতে অতিরিক্ত ৪% কর্তনের কালো আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের দোয়েল চত্বরে এসে মানববন্ধন করে শিক্ষক-কর্মচারি ফোরাম।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক কামরুল হাসানের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব দেলোয়ার হোসেন আজিজি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরামের উপজেলা সভাপতি ও কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজর অধ্যক্ষ সাদেকুল ইসলাম, চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল হক ভূঁইয়া, কুড়াখালকুরন্ডি দাখিল মাদ্রাসা সুপার জসিম উদ্দিন, কাজিয়াতল দাখিল মাদ্রাসা সুপার মোস্তাফিজুর রহমান, নয়া পুষ্কুরিনির পাড় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ফজলুর রহমান প্রমূখ।