নাঙ্গলকোটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ১০টি দোকানঘর ভাংচুর

মো.ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির আটিয়াবাড়ী গ্রামের উত্তর পাড়া বাচ্চু মার্কেটে গতকাল রোববার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০টি দোকানঘর,একটি বাড়ী,ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়,গত ২২ মার্চ রাতে আটিয়াবাড়ী গ্রামের দক্ষিণ পাড়ায় ২৬ ইি হুজুরের ওয়াজ মাহফিল ছিল।ওই মাহফিলে হুজুরকে দেখা নিয়ে চাটিতলা ও আটিয়াবাড়ী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে আটিয়াবাড়ী গ্রামের মোস্তফার ছেলে বাবুল মিয়ার চা দোকান ঘর, মৃত মনসুর মিয়ার ছেলে সোলতান আহাম্মদের চা,মুদি,ও সেলুন দোকান ঘর,মজিবুল হকের ছেলে মনিরের চা দোকান ঘর, আবুল কাশেমের ছেলে ইমান হোসেনের চা দোকান ঘর, আহসান উল্লাহর ছেলে ই¯্রাফিল (বাকপ্রতিবন্ধী) টেইলারিং ও মনোহারি দোকান ঘর, মৃত আবুল কাশেমের স্ত্রী বিধবা ফাতেমার রিকশা গ্যারেজ, চাটিতলা গ্রামের শাহআলমের ছেলে রাসেলের মুদি দোকান ঘর দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে ভাংচুর করে চাটিতলা গ্রামবাসী।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিধবা ফাতেমা বেগম সাংবাদিকদের জানান,৫ মাস আগে এই দোকানটি রেখে তার স্বামী মারা যায়। দোকানটি ভাড়া দিয়ে তার সংসার চলে। দোকানটি এলোপাতাড়ি কুপিয়ে ভাংচুর করে চাটিতলা গ্রামের লোকজন।

এ বিষেেয় নাঙ্গলকোটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন