নাঙ্গলকোটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মো. ওমর ফারুক:কুমিল্লার নাঙ্গলকোটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট-গার্ল গাইডস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচ্কাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ডা: একেএম কামারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, প্রধান শিক্ষক আবুল খায়ের আবু, পৌর মেয়র আবদুল মালেক, সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছহাক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।
তাছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছেন।