’ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জন্য চিকিৎসা সেবায় বিশেষ ছাড়’
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় অত্যান্ত মনোরম পরিবেশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্টে চিকিৎসা সেবার ঘোষনা দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
কুমিল্লা জেলার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ’প্রেস ইউনিটি’র সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ড. শাহ মো. সেলিম। তিনি উপস্থিত সকল সাংবাদিকদের হাতে ডিসকাউন্ট কার্ড তুলে দেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঝুকিপূর্ণ এ পেশায় সাংবাদিকরা অনেক কষ্ট করে জনগুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে থাকে। সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের লক্ষে সরকারের নিকট উপস্থাপন করে। মহৎ এ পেশায় নিয়েজিত সাংবাদিকদের ও তাদের পরিবারের সদস্যদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইস্টার্ণ মেডিকেল কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ জাহাঙ্গীর ভ’ইয়া। উপস্থিত ছিলেন প্রেস ইউনিটি’র সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারন সম্পাদক আবু মুসা, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ও সৌরভ মাহমুদ হারুন, যুগ্ম সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক সোহরাব সুমন, দপ্তর সম্পাদক মারুফ আহাম্মদ, নির্বাহী সদস্য আলে এমরান ও ফারুক আহাম্মদসহ প্রেস ইউনিটি’র সাংবাদিকবৃন্দ।