১৬ দিন ধরে নিখোজ প্রতিবন্ধি নাবিল॥ সন্ধান চেয়ে মায়ের আকুতি
জে.এইচ বাবুঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর উত্তর পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে নাবিল ১৬ দিন ধরে নিখোজ। সে মানষিক প্রতিবন্ধি হওয়ায় ভাল ভাবে কথা বলতে পারে না। নিখোজ ছেলে সন্ধায় চেয়ে আকুতি জানিয়েছেন তাঁর বাবা-মা।
পরিবারের সদস্যরা জানায়, গত ৬ জুন নাবিল স্থানীয় ময়নামতি বাজারে যায়। বাজার থেকে বাড়ী না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন স্থানে খুজা-খুজি করে। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে একটি হাফপেন্ট ছিল। নিখোজ নাবিল মানষিক প্রতিবন্ধি হওয়ায় ভাল ভাবে কথা বলতে পাড়ে না। সে তাঁর নাম, বাবার নাম, ঠিকানা কিছুই বলতে পাড়ে না। ১৬ দিন ধরে অনেক খোজাখুজির পরও নাবিলের কোন সন্ধান পায়নি তার পরিবার। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তার কোন সন্ধায় পেয়ে থাকেন তার পরিবারে সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তাঁর মা। যোগাযোগের ফোন নাম্বার ০১৯৬৯৪৪৫০৩৮।