কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৩ তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের ৫০১ নং রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান করির চৌধুরী বলেন, বিশ্বাস নিয়ে সব কাজ শুরু করতে হবে। অক্সফোর্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যায়ের যেমন ক্যাম্পাস শহর থেকে দূরে অবস্থিত তেমনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শহর থেকে দূরে মনোরম পবিবেশে অবস্থান করছে। এটি খুবই সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয় হবে।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিভাগটির অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ, সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, মো: সাহেদুর রহমান, অনুষ্ঠানের আহবায়ক মো: সিদ্দিকুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।