রেল দূর্ঘটনায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ভর্তি
ডেস্ক রিপোর্টঃ রেল দূর্ঘটনায় আহতদের মধ্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ভর্তি হয়। এদের মধ্যে পুরুষ ৪ জন এবং ৫ জন নারী।
কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে, কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়, কুমিল্লায় তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
কুমিল্লায় চিকিৎসাধী আছে কাউছার (২৮) পিতা আবদুল জলিল বাড়ি সিলেট হবিগঞ্জ। জাহাঙ্গীর (৪০)পিতা আবুল হাসেম মাল বাড়ি হাইমচর চাঁদপুর, সোবহান (৪০) পিতা বারিক বাড়ি শ্রীমঙ্গল।
এদিকে হাসপাতালে আনার পথে এক শিশু মারা যায়। এর আগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৩ জনকে ভর্তি করা হয়।
অন্যদিকে দূর্গত উদয়ন এক্সপ্রেসে আহত এক শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হসপিটাল চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে এখনো ওই মেয়ে শিশুটির মা বাবা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম।
পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান,রেল দূর্ঘটনায় আহতদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছে তাদের সকল চিকিৎসা সেবা জেলা পুলিশ বহন করবে।