নিখোঁজের একদিন পর কুমিল্লার কালিয়াজুরির সাবেক কমিশনার পুত্রের লাশ উদ্ধার

তৎকালীন কুমিল্লা পৌরসভার সাবেক কমিশনার আব্দুল কুদ্দুস ভূইয়ার তৃতীয় পুত্র জামশেদ ভূইয়ার লাশ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে পুলিশ। নিহত জামশেদ ভূইয়া (৩৫) কুমিল্লা নগরীর ৩ নং ওয়ার্ড কালিয়াজুরী ভূইয়া বাড়ির বাসিন্দা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আদর্শ সদর উপজেলার পালপাড়া রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে সড়কের পূর্ব পাশে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তারা পুলিশকে জানালে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসা থেকে বের হয়েছিলেন জামশেদ ভূইয়া। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে জামশেদ ভূইয়ার লাশ উদ্ধার করেছি। নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি তার মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন