ডক্টরেট ডিগ্রী অর্জন করলেন কুমিল্লার লাল্লিং
ডেস্ক রিপোর্টঃ ডক্টরেট ডিগ্রী অর্জন করলেন কুমিল্লার মোহাম্মদ আলী লাল্লিং। তিনি যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ স্কটল্যান্ড’ থেকে সফলতার সাথে পিএইচডি সম্পন্ন শেষে, গত ০৭/১১/২০১৯ তারিখে এক আড়ম্বরপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে “ ডক্টর অফ বিজনেস এডমিনিস্ট্রেশন” উপাধিতে ভূষিত হন।
তার গবেষণার বিষয় ছিল “বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কর্পোরেট গোষ্ঠীর সামাজিক দায়িত্ব বণ্টন ও পালনের অগ্রগতি ও উন্নতি”।
ডক্টর মোহাম্মদ আলী লাল্লিং এর বর্ণাঢ্য শিক্ষাজীবন কেটেছে দেশে ও বিদেশে। তার প্রাইমারি শিক্ষা অর্জন কুমিল্লা মডার্ন স্কুল থেকে, মাধ্যমিক শিক্ষা সম্পন্ন কুমিল্লা জিলা স্কুল থেকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন কুমিল্লা ভিক্টোরিয়া গর্ভমেন্ট কলেজ থেকে।
এরপর তিনি “ব্যাচেলর অফ ল উইদ অনার্স ” ডিগ্রী অর্জন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, একই সাথে ইউনিভার্সিটি অব লন্ডন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম থেকে সম্পন্ন করেন ডিপ্লোমা ইন ল’ ডিগ্রী ।
২০০৯ সালে পাড়ি জমান যুক্তরাজ্যে এবং সেখানে ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি লেস্টার থেকে এল.এল.বি. এবং এল.এল.এম. (ইন্টারন্যাশনাল বিজনেস ল’) ডিগ্রী অর্জন করেন । ব্রিটেনে পড়াশোনার পাশাপাশি তিনি ২০১৩ সাল থেকে লেস্টার লেবার পার্টির অংশ হয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমে একনিষ্ঠ ভাবে জড়িত আছেন । এছাড়াও তিনি, লেস্টার বাঙ্গালী কমিউনিটির ভিসা সক্রান্ত জটিলতা ও সরকারি সুবিধা বঞ্চিতদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে স্বনামধন্য আইনী প্রতিষ্ঠান ‘দি ল স্কয়ার’ একজন আইনী সহযোগী হিসেবে নিয়োজিত আছেন।
তাকে পথ চলায় মানসিকভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন কুমিল্লার আরো একজন সনামধন্য ব্যক্তিত্ব সৈয়দ মহসিন মিলন যিনি ইতালির মিলান কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা.বাংলাদেশ সমিতির সভাপতি ও মিলান আওয়ামীগ এর সভাপতি ,এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সনামধন্য দুই ব্যক্তিকে একত্রে দেখতে পেয়ে প্রবাসী বাংলাদেশিরা তাদের অনুভূতিতে উচ্ছাস প্রকাশ করেছেন।
ডঃ মোহাম্মদ আলী লাল্লিং এর পৈত্রিক নিবাস কুমিল্লার হালিমানগর (বড় বাড়ি), বলরামপুর, কোতয়ালীতে । তিনি কুমিল্লার সুপরিচিত ঠিকাদারি প্রতিষ্ঠান আলম কন্সট্রাকসন এর স্বত্বাধিকারী মোঃ নুরুল আলম ও জোসনা আক্তার এর একমাত্র পুত্র সন্তান। তার চার বোন রয়েছে। বড় বোন আইরিন আক্তার (রাখি) ও ছোট বোন শারমিন আক্তার (সাথী) স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন এবং তার কনিষ্ঠ দুই বোন কামরুন নাহার বীথি ও সাইফুন নাহার দিথি মেডিসিন ও ফার্মাসী বিষয় নিয়ে বর্তমানে অধ্যয়ন করছেন। ডঃ মোহাম্মদ আলী লাল্লিং এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস একজন প্রোকৌশলী ( তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ ) । ব্যক্তিগত জীবনে তার রয়েছে এক পুত্র সন্তান – জাকোওয়ান জাফির আলী।
ডঃ মোহাম্মদ আলী লাল্লিং তার গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অগ্রগতি, গার্মেন্টস শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গার্মেন্টস শিল্পে কর্পোরেট শিল্পগোষ্ঠীর ভূমিকা জোরদার করনে, শিক্ষাগত ও চর্চ্চাগত ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে দৃঢ় প্রত্যয়ী।