জিপিএ’র পেছনে না দৌড়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে তৈরি করুন – এমপি বাহার
ডেস্ক রিপোর্টঃ জিপিএ’র পেছনে না দৌড়ে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে শিক্ষার্থীদের দিকে বিশেষ নজর দিতে শিক্ষকদের আহবান জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
এমপি বাহার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সন্তানদের তৈরি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে দেশের শিক্ষা ব্যবস্থা। বর্তমান সরকার শিক্ষা খাতে ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সরাদেশের স্কুল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। দুই হাজার এক চল্লিশ সালের উন্নত বাংলাদেশ গড়তে হলে এই নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষার মান উন্নত করতে শেখ হাসিনার সরকার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান করছেন। এক জানুয়ারি কুমিল্লা মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে বই বিতরণের মধ্যদিয়ে কুমিল্লা সদর উপজেলায় বই উৎসব উদ্বোধন করেন এমপি বাহার। বছরের প্রথম দিবসেই নতুন বই পেল শিক্ষার্থীরা। নববর্ষে নতুন বই হাতে নিয়ে উৎসব-আনন্দে মেতে উঠে শিশুরা।
পরে কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা জিলাস্কুল, কুমিল্লা মডার্ণ হাইস্কুল ও চৌয়ারা হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
অনুষ্ঠানে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজ উদ্দিন আহাম্মেদ, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবীবুল আল আমিন সাদী, স্কুলের প্রধান শিক্ষক সালেহা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সাইদ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপিকা রানী পোদ্দার, মনোহরপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুছ সায়েরীন সায়ের, কবির উদ্দিন আহাম্মেদ, কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আকতার, কুমিল্লা মর্ডান হাই স্কুলের একেএম আক্তার হোসেন, চৌয়ারা স্কুলের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম।