কুমিল্লায় চা বিক্রেতার স্কুলের ৯৬ শিক্ষার্থী পাস, তবুও মন খারাপ
ডেস্ক রিপোর্টঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চমক দেখাল কুমিল্লার চা বিক্রেতা আবদুল খালেক প্রতিষ্ঠিত আলোচিত নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়। কুমিল্লার বরুড়া উপজেলার আলোচিত নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৭.৯৬ শতাংশ।
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার চা বিক্রেতা আবদুল খালেক নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। এজন্য বিদ্যালয়টি বেশি আলোচিত। ২০১৯ সালের প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফল আশপাশের সব স্কুলকে ছাড়িয়ে গেছে বিদ্যালয়টি। এবার বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষার্থীয় ৯৮ ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে একজন জিপিএ-৫ সহ ৯৬ জন পাস করেছে। বাকি দুজনের ফলাফল জানা যায়নি।
নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রতিবারের মতো আমাদের বিদ্যালয়টি সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনগুলোতে আমরা আরও ভালো ফলাফল করব।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল খালেক বলেন, ‘আমি অসুস্থ। তাই আমার মন খারাপ। কিন্তু ছাত্র-ছাত্রীদের ফলাফল শুনে কিছুটা ভালো লাগছে।’
প্রসঙ্গত, চা বিক্রির টাকা দিয়ে ৫২ শতক জমির ওপর ১৯৯৭ সালে বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আবদুল খালেক। নিজের কোনো সন্তান নেই তাই বিদ্যালয়ের ছেলে-মেয়েদের সন্তান মনে করেন তিনি। দুই দশক অপেক্ষার পর ২০১৯ সালে এমপিওভুক্তির তালিকায় স্থান পেয়েছে তার প্রতিষ্ঠিত বিদ্যালয়টি।