কুমিল্লায় ভালোবাসা দিবসে পথ শিশুদের নিয়ে “একদিনের বিলাসিতা”
ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসবে কুমিল্লায় শতাধিক পথ শিশুর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভালো খাবারের আয়োজন করা হয়। পথ শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষন পক্ষে এমন আয়োজন ছিলো।
শুক্রবার সকাল ১০ টায় পথশিশু নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ নগরীর আনন্দ সিটি সেন্টারে অন্তত ৬৫ জন পথ শিশু নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। মধ্যহ্ন ভোজে ওই পথ শিশুদের জন্য মুরগি পোলাউ এর আয়োজন পথ শিশুদের বেশ তৃপ্তি দেয়। পথ শিশুদের জন্য একদিনের বিলাসিতা নামক এমন আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান ও ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু।
অন্বেষণের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ আহমেদ মিজানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সহযোগিতা করেন অন্বেষণের সদস্য নিশাত জাহান ইতি,মাশিকুর রহমান বান্নাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।