কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট কিংস ইলেভেন ছোটরা ও গ্লেডিয়ের্টস অফ টেন এর জয়
কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল নয় টায় প্রথম ম্যাচে অংশ নেয় কিংস ইলেভেন ছোটরা ও সানরাইজার্স। সোয়া একটায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আংশ নেয় এন সি সি কিংস ও গ্লেডিয়েটর্স অফ টেন।
প্রথম ম্যাচে কিংস ইলেভেন ছোটরা নির্ধারিত ২০ ওভারের খেলায় প্রতিপক্ষ সানরাইজার্সকে ৪২ রানে হারায়। সকাল ৯ টায় টসে জিতে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন ছোটরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করে। কিংস ইলেভেনের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে আল ইমরান।
জয়ের লক্ষে ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে সানরাইজার্স পুরো ২০ ওভার খেলে ৫ উইকেটে ১শ রানে গুটিয়ে যায় সানরাইজার্সের ইনিংস।
দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় ও গ্লেডিয়েটর্স অফ টেন এর মধ্যে। বেলা সোয়া একটায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে এনসিসি কিংস ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৩২ বলে ২৬ রান করে রাসেল। জয়ের লক্ষে খেলতে নেমে গ্লেডিয়েটর্স অফ টেন ১৬ ওভার ২ বল খেলে তিন উইকেট হারিয়ে সহজ জয় পায়। গ্লেডিয়েটর্স অফ টেন এর পক্ষে ৩১ করে রান করেন উচ্ছাস ও সাইফুল। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কাউন্সিলর কাপ বেশ সাড়া ফেলেছে কুমিল্লা জুড়ে।
আকর্ষনীয় এ ক্রিকেট খেলা উপভোগ করতে কাউন্সিলর ও দলের সমর্থন দিতে মাঠে দর্শকও ছিল দেখার মতো।
রবিবার সকালে বেলুন উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর, উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় টুর্ণামেন্টের ম্যাচ রেফারী এনামুল হক মনি, জাতীয় ক্রীকেট কোচ মোঃ এমদাদুল হক এমদু, সদ্য বিজয়ী ১৯ দলের কোচ মাহাবুব আলী জাকি, সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম চপল, বাদল খন্দকার, সদ্য বিজয়ী ১৯ দলের কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, ক্রিকেট উপ-পরিষদে সদস্য সচিব নাসিম ইউসুফ রেইন, টেকনিকেল কমিটির সদস্য এম এ মুকিত টিপু, ফয়সাল বারী মজুমদার মুকুল, কাজী শামীম, ক্রিকেট কমিটির সদস্য দেলোয়ার হোসেন জাকির। খেলা পরিচালনা করেন মোঃ আল আমীন ভূইয়া, নাজমুল হক সেলিম ও সালাউদ্দিন আহমেদ সোহেল। ট্যাকনিকেল কমিটির দায়িত্ব পালন করেন, মুকিদ উদ্দিন আহাম্মেদ, আজাদ হোসেন।
স্কোরারের দায়িত্বে ছিলেন ক্রিকেট কোচ হাবিব মোবাল্লোগ জেমস। বিকেলে খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা জেলা ক্রিকেট উপ কমিটির সভাপতি সাইফুল আলম রনি। আজ সোমবার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইস্ট জোন সুপার কিংস এর সাথে খেলবে সাউথ টাইগার্স।