কুমিল্লায় ৬ বিএসএফ সদস্য আটক, পরে ফেরত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভাল্লক গ্রামের সীমান্তে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্যকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের দুই ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁদের ফেরত পাঠানো হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভাল্লক গ্রামের ভারত সীমান্তের ২০৫৭ পিলারের পাশ দিয়ে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ত্রিপুরা রাজ্যের বিএসএফের ৭৪ ব্যাটালিয়নের রহিমপুর ক্যাম্পের টহলরত বিএসএফের দুই সদস্য বাংলাদেশের ঢুকে পড়েন। এ সময় বিজিবির সদস্যরা ওই দুজনকে আটক করেন। তাঁদের ছাড়িয়ে নিতে বিএসএফের ওই ক্যাম্পের আরও চার সদস্য বাংলাদেশে প্রবেশ করেন। তখন ওই চারজনকেও আটক করে বিজিবি। এ ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে বেলা ১১টার দিকে বিএসএফের ছয় সদস্যকে ফেরত পাঠায় বিজিবি।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সংকোচাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. মহিউদ্দিন ও ভারতের ৭৪ বিএসএফের আশাবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার পরিদর্শক মহাবীর প্রসাদ।
৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘ভুলবশত বিএসএফের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন। তাঁদের আটক করে বিজিবি। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়েছে।’