করোনা সতর্কতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
করোনা সতর্কতায় এবার বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে আবাসিক হলগুলোও।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পরপরই এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে করোনা মোকাবিলায় সতর্ক ও সাবধানতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে করোনা আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩টি বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতেও তারা প্রশাসনের কাছে দাবি জানান।