কুমিল্লায় ২ জনের করোনা সন্দেহ, বাড়ি লকডাউন

কুমিল্লার হোমনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ওই দুই সন্দেহভাজন উপজেলার ঝগড়ারচর ও খোদেদাউদপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বিকালে আইইডিসিআরের নির্দেশনায় উপজেলা মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।

পরে উপজেলা প্রশাসন দুই গ্রামে রোগীর অবস্থান করা বাড়ি লকডাউন করার ঘোষণা দেয়। এ ছাড়া বাড়ির অন্য বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সালাম সিকদার জানান, করোনা আক্রান্ত সন্দেহ করা একজন চারদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন।

আরেকজন পেশায় আইনজীবী। সোমবার রাত থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। সন্দেহভাজনদের সর্দি, জ্বর, গলাব্যথা রয়েছে।

হোমনা উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

আরো পড়ুন